কলকাতায় রেলের বহুতল ভবনে আগুনে নিহত ৭

নিজস্ব ডেস্ক:

কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত সোয়া ১১টা দিকে ঘটনাস্থলে দেশটির পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিকে অগ্নিকাণ্ডের মৃত্যুবরণকারী প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং মৃতদের পরিবার পিছু এক জনকে সরকারি চাকরি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় ১৪তলা ভবনটির ১৩তলায় প্রথমে আগুন লাগে বলে। আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২তলায়।

সেখানে রেলের সার্ভার রুমটি ভস্মীভূত হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতে রেলের বুকিং ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তী নিবন্ধগিনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জন
পরবর্তী নিবন্ধকরোনায় মৃত্যু ২৬ লাখ ১১ হাজার ছাড়াল