স্পোর্টস ডেস্ক:
নেতৃত্ব বদল হলো। রুতুরাজ গায়কোয়ারের চোটে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়ে ফিরলেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ধোনির নেতৃত্বে এসেও ব্যাটিংয়ে যাচ্ছেতাই চেন্নাই। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে তারা আটকে গেছে ৯ উইকেটে ১০৩ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে চেন্নাই। মাঝে রাহুল ত্রিপাথি আর বিজয় শঙ্কর কিছুটা আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু বিজয় ২১ বলে ২৯ আর ত্রিপাথি ২২ বল খেলে ১৬ রান করে আউট হয়ে যান।
একটা সময় ২ উইকেটে ৫৯ রানে থাকা চেন্নাই থেমেছে ৯ উইকেটে ১০৩ রানে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন (১), রবীন্দ্র জাদেজা (০), এমনকি মহেন্দ্র সিং ধোনিও (১) দাঁড়াতে পারেননি। নেতৃত্ব ফিরে পাওয়া ধোনি বেশ নিচে নয় নম্বরে ব্যাটিংয়ে নামেন। কিন্তু কাজের কাজ হয়নি।
পাঁচ নম্বর ব্যাটার শিভাম দুবেই শেষ পর্যন্ত অলআউট হওয়ার হাত থেকে বাঁচান চেন্নাইকে। ২৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি।
কলকাতার সুনিল নারিন ৩টি, বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা নেন দুটি করে উইকেট।