নিউজ ডেস্ক
ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগে ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারির আবেদন করেছে কলকাতা পুলিশ। তাদের ধারণা, অভিযুক্তদের কেউ কেউ এরই মধ্যে অন্য দেশে পাড়ি জমালেও একটি বড় অংশ এখনো আত্মগোপনে রয়েছেন। এ কারণে তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির জন্য ভারতীয় অভিবাসন দপ্তরে আবেদন করেছে পুলিশ।
লুকআউট নোটিশ জারি হলে অভিযুক্তরা বিশ্বের যে দেশেই থাকুন না কেন, অন্য কোনো দেশে যেতে পারবেন না। এমনকি, সেই দেশ ছাড়ার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে খবর চলে আসবে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে।
লালবাজার সূত্রে জানা যায়, ২০২৪ সালের শেষের দিকে কলকাতার ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় যে, বেশ কিছু বাংলাদেশি নাগরিক ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছেন। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয় জেলার গোয়েন্দা দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও এক বাংলাদেশি নাগরিকসহ ১০ জনকে।
তদন্তকারীরা জানতে পারেন, মোট ১২১ জন ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন কলকাতার আঞ্চলিক দপ্তরে। এর মধ্যে ৭৩টি পাসপোর্ট ডেলিভারি হয়েছে। সেই পাসপোর্ট নিয়ে প্রায় ২০ জন বিদেশে চলে গেছেন। ধারণা করা হচ্ছে, ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করা বাকিরা আত্মগোপনে রয়েছেন।
এবার তাদের মধ্যে ৬৯ জন বাংলাদেশি নাগরিকের খোঁজে লুক আউট নোটিশ জারির আবেদন করেছে কলকাতা পুলিশ।