কর্মসংস্থান ব্যাংক এর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সমাজের দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছে কর্মসংস্থান ব্যাংক।

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় শনিবার ৪ জানুয়ারি শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সচিব এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ড. এ এফ এম মতিউর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী এবং টংগিবাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব মোস্তাফিজুর রহমান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের অধিক শীতপ্রবন এলাকায় বিশেষ করে ঠাকুরগাঁও, গাইবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, মুন্সীগঞ্জ, জামালপুর-এ শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি পালন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৬ মাসে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি চট্টগ্রাম কাস্টমস
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু