করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার এ প্রতিবেদন উপস্থাপন করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা সোমবারের (৯ মার্চে) মধ্যে জানাতে বলেন হাইকোর্ট।

সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে তিনটি মৌখিক নির্দেশনা দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এ বিষয়ে এখন শুনানি চলছে।

পূর্ববর্তী নিবন্ধশিশু সায়মাকে ধর্ষণ ও হত্যা: আসামি হারুনের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধঅবশেষে ভেসে উঠল নববধূ সুইটির লাশ