করোনা বাড়লেও লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বেশ কয়েকটি রাজ্যে করোনার প্রাদুর্ভাব নতুন করে বাড়লেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে না।

বুধবার ফক্স নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দেশের অর্থনীতিকে ফের বন্ধ করবো না। আমরা তা করতে দিতে পারি না।

এর আগে হোয়াউট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ও মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনও একই কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রে বেশিরভাগ রাজ্য নতুন করে সচল হওয়ার পথে থাকার মধ্যেই আবার লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। ৬ রাজ্যে সংক্রমণ রেকর্ডসংখ্যক বেড়েছে।

অ্যারিজোনা, ফ্লোরিডা, ওকলাহোমা, অরেগন, টেক্সাস, নেভাডায় মঙ্গলবার রেকর্ড সংক্রমণ দেখা গেছে। ফ্লোরিডায় এদিন নতুন কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২,৭৮৩ জনের। টেক্সাসে ২,৬২২ জন এবং অ্যারিজোনায় ২,৩৯২ জন।

ওকলাহোমা, অরেগন এবং নেভাডাতেও একদিনের হিসাবে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার।

গত ২৩ মে এ রাজ্যগুলোতে সংক্রমণের যে হার ছিল তার তুলনায় সংক্রমণ অনেক বেড়েছে। হাসপাতালগুলোতেও রেকর্ড সংখ্যক রোগী আসছে।

অ্যারিজোনার একটি মেডিকেল সেন্টারে সোমবার নিবিড় পরিচর্যাকেন্দ্রে কেবল একটি শয্যাই খালি ছিল বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

যুক্তরাষ্ট্রের আরো অন্তত ১৯ টি রাজ্যে গত দুসপ্তাহ ধরেই বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ।

পূর্ববর্তী নিবন্ধগুরুতর কোভিড রোগীদের ক্ষেত্রেই ডেক্সামেথাসন : হু
পরবর্তী নিবন্ধকরোনা কেড়ে নিল সাড়ে ৪ লাখ মানুষের জীবন