পপুলার২৪নিউজ ডেস্ক: নতুন করোনাভাইরাসের র্যাপিড টেস্ট কিটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার পর ওই কিটের ব্যবহার আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ইনডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ইতোমধ্যে ওই সিদ্ধান্ত বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
কোভিড-১৯ মহামারীর বিস্তার ঠেকাতে লড়তে থাকা ভারত করোনাভাইরাস পরীক্ষার গতি বাড়াতে চীন থেকে প্রায় দশ লাখ র্যাপিড কিট আমদানি করেছে।
সহজ পরীক্ষায় দ্রুত ফালফল দিতে সক্ষম এসব কিট দিয়ে আসলে রোগীর শরীরে নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করা হয়।
কিন্তু ভাইরাস সংক্রমণের পর মানবদেহে অ্যান্টিবডি তৈরি হতে কয়েক দিন সময় লাগে বলে প্রাথমিক অবস্থায় র্যাপিড কিট দিয়ে অ্যান্টিবডি টেস্টে সঠিক ফল নাও আসতে পারে।
সে কারণে বিশ্ব স্বাস্থ সংস্থাও অ্যান্টিবডি পরীক্ষার ওপর নির্ভর করার বিপদ নিয়ে সতর্ক করেছে দেশগুলোকে।
বিবিসি লিখেছে, ভারতের তিনটি রাজ্য ওই কিট সঠিক ফলাফল দিচ্ছে না বলে অভিযোগ তোলার পর ইনডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ র্যাপিড টেস্ট কিট ব্যবহার স্থগিতের নির্দেশনা দেয়।
এর মধ্যে রাজস্থান রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলেছে, চীন থেকে আমদানি করা কিট দিয়ে তারা মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে সঠিক ফল পেয়েছে।
তবে চীন তাদের র্যাপিড কিটের মান নিয়ে অভিযোগ অস্বীকার করে বলেছে, চিকিৎসা সামগ্রী রপ্তানির ক্ষেত্রে তারা মানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
রয়টার্স লিখেছে, পরীক্ষা নিয়ে এই জটিলতা ভারতের জন্য করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে আরও কঠিন করে তুলছে।
১৩০ কোটি মানুষের দেশ ভারতে ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে ৬২৫ জন, যাদের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছৈ মঙ্গলবার এক দিনেই।