করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজের সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার রাতে প্রচণ্ড জ্বর ও ডায়েরিয়ার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসলামের সহকর্মী ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ও ডায়েরিয়া থাকায় আসলামকে রাত ১০টায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি না নিয়ে ঢামেকে নেয়ার পরামর্শ দেয়া হয়। ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আসলামের ভোরের কাগজের সহকর্মীরা জানান, গত ২৮ এপ্রিল থেকে তিনি অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার শ্বাসকষ্ট অনুভূত হলে তিনি তার করোনা টেস্ট করান। তবে তার করোনা নেগেটিভ আসে।

তবে কোন হাসপাতাল থেকে তিনি করোনা টেস্ট করেছিলেন তা এখনও নিশ্চিত করতে পারেনি তার পরিবার।

পূর্ববর্তী নিবন্ধচাল বিতরণে অনিয়ম: এক ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য বরখাস্ত
পরবর্তী নিবন্ধকরোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি শিশু জন্ম নেবে ভারতে: ইউনিসেফ