করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৫ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৮ জন চিকিৎসকসহ মোট ১৩৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৮ জন চিকিৎসক, ৫০ জন নার্স ও ১৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত মোট স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৩৩ জনে। আর এতে মৃত্যু হয়েছে মোট ৬২ জনের।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১ হাজার ৮৪৬ জন চিকিৎসক, ১ হাজার ৪৪৯ জন নার্স ও ২ হাজার ৩৮ জন অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন রাজধানী ঢাকায়। রাজধানীতে ৭২৪ জন চিকিৎসক, ৬৭১ জন নার্স ও ৪২৪ জন অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিভাগে করোনায় মোট মৃত্যুর ৭৩ শতাংশ
পরবর্তী নিবন্ধবুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা: তদন্ত কমিটির ২০ দফা সুপারিশ