করোনা আক্রান্ত এমপি সালমা চৌধুরীকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

রাজবাড়ী প্রতিনিধি : করোনায় আক্রান্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সালমা চৌধুরী রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দার বাসিন্দা। তিনি রাজবাড়ী-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য প্রয়াত ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে।

রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএমএ হান্নান জানান, বেশ কয়েকদিন ধরে জ্বরসহ করোনার নানা উপসর্গ থাকায় গত ২৮ জুলাই তিনি নমুনা দেন।

গত ১ আগস্ট শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে তিনি রাজবাড়ী সদর হাসপাতালের কভিড-১৯ ইউনিটে ভর্তি হন। তার শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে যাচ্ছিল। শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ডা. হান্নান বলেন, এমপি সালমা চৌধুরী রুমার পরিবারের সদস্যরা দুপুরে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত হয়েছেন, বললেন স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধনরেন দাসের আদর্শ ও নীতিকে জীবিত রাখতে হবে : আইনমন্ত্রী