করোনায় ৩জন শনাক্ত হওয়ায় চট্টগ্রামে বেড়েছে মাস্কের দাম

মুজিব উল্ল্যাহ্ তুষার :

বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম নগরীরতে লাফ দিয়ে বেড়ে গেছে মাস্কের দাম। ৭৫ টাকা মূল্যের এক প্যাকেট মাস্ক এখন বিক্রি হচ্ছে ১৪৫০ টাকায়। অক্সিজেন মাস্ক বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এছাড়া হেক্সিসল ১২০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০টাকা।

দাম বৃদ্ধির কারণ হিসেবে অনেকেই বলছেন- যথাযথ যোগানের অভাবেই ঘটেছে এ বিপত্তি। ব্যবসায়ীরা বলছেন, বাজারের মানসম্মত সব মাস্ক চীন থেকে আমদানি করা হয়। বর্তমানে চীন মাস্ক রপ্তানি বন্ধ রেখেছে। বাজারে সরবরাহ কম, তাই দামও বাড়তি।আর এ কারণেই বেড়েছে দাম। ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে প্রায় ১০০ দেশ ও অঞ্চলে। বিশ্বজুড়ে ১লাখ ৫ হাজারের বেশি মানুষ এ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯৫ জনের। করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমানে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ লোকই রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করেন। বিশেষ করে স্যার্জিক্যাল মাস্কের ব্যবহারই বেশি। যোগান নেই— এই অজুহাতে ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোদীর বাংলাদেশ সফর বাতিল
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী স্বর্ন পদক প্রাপ্ত ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ফটিকছড়ির গর্ব