করোনায় মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১৯৬

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৯৬ জন।

বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যবসার পরিবেশ দিয়েছি, দেশের কথা ভাবুন: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইভ্যালির শামীমার জামিন নামঞ্জুর, গ্রেপ্তারি পরোয়ানা জারি