নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ফলে তিনদিন পর মৃত্যুশূন্য দেখলো বাংলাদেশ। এতে করে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই রয়েছে।
এর আগে সবশেষ বুধবার (৩০ মার্চ) করোনায় দুজনের মৃত্যু হয়। আর মঙ্গলবার (২৯ মার্চ) মৃত্যুর খবর আসে একজনের। সোমবার (২৮ মার্চ) মৃত্যু হয় একজনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জনে।
এছাড়া একই সময়ে ৯ হাজার ৩৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ৯ হাজার ৩৭০টি নমুনা। দেশে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৭টি।
দেশে ২০২০ সালের ৮ মার্চ শনাক্ত হয় প্রথম করোনারোগী। আর একই বছরের ১৮ মার্চ করোনায় দেশে প্রথম একজনের মৃত্যু হয়।