করোনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ কর্মীর মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক :বিদেশি মিশনে নিযুক্ত দুই মার্কিন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে একজন ইন্দোনেশিয়ায়, অন্যজন কঙ্গোতে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। বৈশ্বিক মহামারীতে এই প্রথম বিদেশি মিশনের দুই কর্মীকে হারাল যুক্তরাষ্ট্র। জাকার্তা ও কিনসাসায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে তারা কাজ করতেন।-খবর রয়টার্স

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধি বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়োগ দেয়া জনশক্তির মধ্যে কোনো আমেরিকান নাগরিকের মৃত্যু হয়নি। যে দুজন কর্মীর মৃত্যু হয়েছে, তারা স্থানীয়ভাবে নিযুক্ত ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের হিসেবে, যুক্তরাষ্ট্রে এখন এক লাখ ৮০ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নতুন করে সংক্রমিত হন ১৬ হাজার।

আর নতুন ৫০০ মৃত্যু নিয়ে সর্বমোট তিন হাজার ৬০০ আমেরিকানের মৃত্যু হয়েছে কোভিড-১৯ আক্রান্ত হয়ে।

প্রাণঘাতী এ ভাইরাসের লাগাম টেনে ধরতে গত সপ্তাহে সীমান্ত বন্ধ ঘোষণার পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণা করেন কঙ্গোর প্রেসিডেন্ট। গত ২৪ মার্চ পর্যন্ত দেশটিতে ৪০ জন আক্রান্ত ও তিনজন মারা গেছেন।

আর বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়া। করোনাভাইরাস মোকাবেলায় বিদেশিদের চলাচল ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

সোমবার মার্কিন চিকিৎসা কর্মকর্তা ইউলিয়াম ওয়াল্টারস বলেন, দেশের বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া তাদের পাঁচ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহেলিকপ্টারে ঢাকায় নেয়া হচ্ছে আহত এসিল্যান্ডকে
পরবর্তী নিবন্ধঢাকা মেডিকেলে করোনা টেস্ট ফ্রি, ফল ৩ ঘণ্টায়