করোনায় বিএসএমএমইউর সাবেক অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এ এম গোলাম কিবরিয়া (৭৫)।

শুক্রবার (৫ জুন ) রাত ১২.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের মর্গের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ জুন ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হন তিনি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৭ হাজার ৫৬৩ জন। বৃহস্পতিবার নতুন করে ৩৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। ফলে করোনায় মোট মারা গেছেন ৭৮১ জন।

পূর্ববর্তী নিবন্ধকরোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালালেন স্বজনরা
পরবর্তী নিবন্ধভোরে ব্রেন স্ট্রোক, নাসিমের শারীরিক অবস্থার অবনতি