করোনায় ইংল্যান্ডের বিমানে উঠতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন

স্পোর্টস ডেস্ক : কোভিড পজিটিভ হয়েছেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এ কারণে দলের অন্যদের সঙ্গে ইংল্যান্ডের বিমানে চড়তে পারেননি তিনি।

গত ১৬ জুন ভারতীয় দল ইংল্যান্ডের উদ্দেশে রওনা হন। কিন্তু অশ্বিনকে থাকতে হলো কোয়ারেন্টাইনে। সব প্রটোকল মেনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এজবাস্টন টেস্টে তার খেলা নিয়ে খুব একটা সংশয় নেই।

সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইর একটি সূত্র এই খবর জানায়, ‘বিমান ধরার আগে করোনায় আক্রান্ত হওয়ায় অশ্বিন দলের সঙ্গে যুক্তরাজ্যে যেতে পারেননি। কিন্তু আমরা আশাবাদী ১ জুলাই টেস্ট ম্যাচ শুরুর আগে তিনি সেরে উঠবেন। তবে লিস্টারশায়ারের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না তিনি।’

দলের বাকিরা এরই মধ্যে লিস্টারে পৌঁছে গেছেন। বোলিং কোচ পরশ মাম্ব্রে ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোড়ের অধীনে অনুশীলন করছেন তারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারকে নিয়ে লন্ডনে পা রেখেছেন কোচ রাহুল দ্রাবিড়। মঙ্গলবার লিস্টারে রওনা হবেন তারা।

আয়ারল্যান্ড সফরের দলে থাকা খেলোয়াড়রা ভিভিএস লক্ষ্মণের অধীনে ২৩ কিংবা ২৪ জুন ডাবলিনের উদ্দেশে রওনা হবেন। তিন দিনের বিশ্রামে আছেন খেলোয়াড়রা। আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় পর্বে খুন হবেন পুষ্পার নায়িকার!
পরবর্তী নিবন্ধতিন দিন বিশ্রামের পর বোলিংয়ে ফিরলেন তাসকিন