করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৭৮

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ এ দেশে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৭৮ জন।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৭৮ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২১ রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন হয়েছে।

দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধমার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিনে প্রতি ঘন্টায় টিভি ফ্রি, নিশ্চিত ক্যাশ ভাউচার
পরবর্তী নিবন্ধডিএমপির ৬ পুলিশ কর্মকর্তার বদলি