করোনায় আক্রান্ত ইব্রাহিম খালেদ আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।  তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ইব্রাহিম খালেদের পরিবারের সদস্যরা।

ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদের স্ত্রী গণমাধ্যমকে জানান, করোনা ধরা পড়ার পর ইব্রাহিম খালেদকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বাবার শারীরিক অবস্থা ভালো না। রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। করোনা পজিটিভ। ৮০ শতাংশ নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  সোমবার রাতে তাকে কেবিনে দেওয়া হয়। তবে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ইতিবাচক সংস্কারে ভমিকা রাখেন ইবরাহিম খালেদ।  তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালি, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ এশিয়ায় শীর্ষ গবেষণা সংস্থা ব্রি
পরবর্তী নিবন্ধশেষ হলো সংসদের শীতকালীন অধিবেশন