করোনামুক্ত হলেন র‍্যাবের কমান্ডার খন্দকার মঈন

নিজস্ব প্রতিবেদক:

করোনামুক্ত হয়েছেন র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পান তিনি। আজ (বৃহস্পতিবার) রাতে কমান্ডার খন্দকার আল মঈন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহান আল্লাহর রহমতে আজ আমার কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আমার আত্মীয়, বন্ধু, সহকর্মী, অনুসারী এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে ক্রমাগত এবং আন্তরিক প্রার্থনার জন্য ধন্যবাদ। আমার পরিবারের সদস্যদের কাছে কৃতজ্ঞ, যারা এই কঠিন সময়ে পাশে ছিলেন।

এর আগে, গত বুধবার (২ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ফলাফল পজিটিভ আসে। একটি মাত্র উপসর্গ ছিল তার। তবে অন্য কোনো শারীরিক সমস্যা ছিল না।

গত বছরের ২৫ মার্চ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পান কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে র‌্যাবের কমিউনিকেশন উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। মেধাবী, সৎ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত খন্দকার আল মঈন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধনিজ বাড়িতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধমাখন খেয়েও যেভাবে ফিট সামান্থা