করোনাভাইরাস: চীনকে জরুরি সহায়তার ঘোষণা সৌদি আরবের

পপুলার২৪নিউজ ডেস্ক:নোভেল করোনাভাইরাসের বিস্তার রোধে চীনকে জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ।

এছাড়া বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও টেলিফোন করেছিলেন তিনি। এই মহামারীর বিস্তারের কারণে নিজের হৃদয় নিঃসৃত অনুভূতির কথা প্রকাশ করেছেন বাদশাহ সালমান।-খবর সৌদি গেজেটের

এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ ও আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।

সৌদি বাদশাহর আত্মবিশ্বাস, চীন দ্রুতই এই ভাইরাসের প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হবে। এ ধরনের প্রাদুর্ভাব মোকাবেলায় চীনের পর্যাপ্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন শি।

এছাড়া জোরালো সমর্থনের জন্য চীনা প্রেসিডেন্টও তাকে ধন্যবাদ দিয়েছেন। শি জিনপিং বলেন, এতে দুই দেশের সম্পর্কের গভীরতাই প্রকাশ পেয়েছে।

করোনাভাইরাস রোধে চীন থেকে ফেরত আসা শিক্ষার্থীদের স্কুলে ভর্তিতে বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, চীন থেকে ফেরত আসা কোনো শিক্ষার্থীকে যাতে ভর্তি না করেন স্কুলপ্রধান। বরং স্কুলে ভর্তির আগে শিক্ষা অধিদফতরের আগাম অনুমোদন নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস প্রতিরোধে ৮০০ কোটি টাকা দিলেন বিল গেটস দম্পতি
পরবর্তী নিবন্ধবিয়ের সানাই বাজল আলিয়া-রণবীরের