করোনার শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। নমুনা পরীক্ষার হিসাবে দেশের সকল বিভাগে শনাক্ত রোগীর হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৬ হাজার ২৩০ জনের। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি।

পূর্ববর্তী নিবন্ধ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে দুই দিনে ২০ জন নিহত