পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলংকার বিরুদ্ধে নিজেদের শততম টেস্টে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ।
দলীয় ১৩ রানে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। করুনারত্নেকে ব্যক্তিগত ৫ রানে মিরাজের ক্যাচে পরিণত করেন তিনি।
প্রথম ৩ ওভারে কোনো রান করতে পারেনি শ্রীলংকান ব্যাটসম্যানরা।
এরআগে বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক রঙ্গনা হেরাথ।
বাংলাদেশ দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে শ্রীলংকা দলে একটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়।
শ্রীলঙ্কা একাদশ:
করুনারত্নে, থারাঙ্গা, মেন্ডিস, চান্দিমাল, দিকওয়েলা, গুনারত্নে, পেরেরা, হেরাথ, সুরঙ্গ লাকমাল, ধনঞ্জয় ডি সিলভা, সান্দাকান।