পপুলার২৪নিউজ ডেস্ক:
আটজন ব্যাটসম্যানের কারোরই দুই অংকের রান নেই। রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের ইনিংস যেন টেলিফোন নম্বর। ক্রিস গেইল ১৭ বলে সাত। বিরাট কোহলি এক বলে শূন্য। এবি ডি ভিলিয়ার্স ছয় বলে আট। বাঙ্গালোরের হলটা কী! কলকাতার মাঠে কাল কলকাতার কাছে ধোলাই খেল কোহলির দল।
অথচ, নাইটরাইডার্সও টি ২০ সুলভ ব্যাট করেনি। ১৩১ রানে অলআউট। ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন রীতিমতো ব্যাটসম্যান বনে গেছেন। আবারও ওপেন করতে নেমে ১৭ বলে ৩৪। তিনিই নাইটদের টপ স্কোরার।
বাঙ্গালোর তাদের থেকেও কুৎসিত ব্যাটিং করল। মাত্র ৪৯ রানে অলআউট হল তারা। কলকাতা জয়ী হল ৮২ রানে। আইপিএলের কোনো ম্যাচে এই প্রথম ২০ উইকেট পড়ল। আইপিএলের কোনো ম্যাচে এটাই সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নজির।
কলকাতার হয়ে কাল্টার নেইল ৩ ওভারে ২১ রানের বিনিময়ে নেন ৩ উইকেট, ক্রিস ওকস ২ ওভারে ৬ রানে ৩টি এবং কলিন ডি গ্রান্ডহোম ১.৪ ওভারে ৪ রানে ৩ উইকেট নেন। উমেশ যাদব নেন ১টি।