কমিশনার একরামুলের স্ত্রীর হুমকিতে যা বললেন রাফী

বিনোদন ডেস্ক:

বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। তার নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’ মুক্তি পেয়েছে ১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে চরকিতে। মুক্তি পর ছবিটি ‍নিয়ে নেট দুনিয়া বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে দাবি করছেন, টেকনাফের আলোচিত সাবেক কাউন্সিলর মোহাম্মদ একরামুল হককে হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। প্রথম আলোও এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে যা পরে সরিয়েও নিয়েছে তারা।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক কাউন্সিলের স্ত্রী আয়েশা বেগম। প্রথম আলোর সেই সংবাদের একটি ছবি পোস্ট করে তিনি নির্মাতা রাফীর বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছেন। তার দাবি, ‘পরিচালক রায়হান রাফী নিজেই জানিয়েছেন তার মুভির গল্পের সঙ্গে কোনো সত্যি ঘটনার মিল নেই। এখন যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো।

বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। তার নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’ মুক্তি পেয়েছে ১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে চরকিতে

সেই প্রেক্ষিতে মুখ খুলেছেন রায়হান রাফী। তিনি ঘোষণা দিয়েছেনম ‘আমলনামা’ কোনো একটি সত্যি ঘটনার উপর নির্ভর করে নির্মিত নয়। তিনি ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আমলনামা’ কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবর্হিভূত হত্যাকান্ডের প্রতিচ্ছবি। ‘আমলনামা’ অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।’

এ ছবিতে পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। তাছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, সারিকা সাবরিন, হাসনাত রিপন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচেলসিকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো আর্সেনাল