কপাল খুলছে নিলামে দল না পাওয়া চেন্নাইয়ের সাবেক পেসারের

স্পোর্টস ডেস্ক:

আগামীকাল পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। যেখানে অনিশ্চিত মায়াঙ্ক যাদব। এখনো তিনি চোট কাটিয়ে উঠতে পারেননি। ফলে তার পরিবর্তে কাকে নেবে সেটাও ঠিক করে ফেলেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

গত আইপিএলে মায়াঙ্ক নজর কেড়েছিলেন তর গতির জন্য। কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। চোটের কারণে আইপিএলের মাঝপথেই ছিটকে যান। এবারের আইপিএলের আগেও তিনি ভুগছেন চোটে। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন তিনি।

মায়াঙ্ক যদি ফিট হতে না পারেন তাহলে তার পরিবর্তে শার্দুল ঠাকুরকে দলে নিতে পারে লক্ষ্ণৌ, এমনটাই বলা হয়েছে ভারতের একাধিক সংবাদ মাধ্যমের খবরে। শার্দুল গত আসরে চেন্নাই সুপার কিংসে খেললেও এবার নিলামে দল পাননি।

এবারের আসরে লক্ষ্ণৌর প্রথম ম্যাচ ২৪ মার্চ। তাদের হাতে এখনও তিন দিন সময় রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচটি বিশাখাপত্তনমে। শার্দুলকে বিশাখাপত্তনমে যেতে বলা হয়েছে। যদি মায়াঙ্ক প্রথম ম্যাচের আগে ফিট হতে না পারেন তাহলে শার্দুলকে স্কোয়াডে নেবে লক্ষ্ণৌ। তবে আনুষ্ঠানিকভাবে তাকে দলে অন্তর্ভুক্ত করার আগেই অনুশীলনে ডেকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে গত তিন মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন মোহসিন। তার পেশিতে চোট রয়েছে। মোহসিন ছাড়াও লক্ষ্ণৌর পেসারদের মধ্যে চোটে রয়েছেন আকাশ দীপ এবং আভেশ খান। আকাশ এবং মোহসিন জাতীয় অ্যাকাডেমিতে রয়েছেন। আভেশ এখনও দলে যোগ দেননি।

লক্ষ্ণৌর মেন্টর হিসেবে যোগ দিয়েছেন জহির খান। কিন্তু দলের পেসারদের মধ্যে কে কতটা ফিট তা নিয়ে খুব বেশি কিছু বলতে নারাজ তিনি। জাহির বলেন, ‘দলে কয়েক জনের চোট রয়েছে। আমরা ইতিবাচক চিন্তাভাবনা করছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু ক্রিকেটার এনসিএ-তে রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে : ফখরুল
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আসিফ মাহমুদ