স্পোর্টস ডেস্ক : ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের মধ্য মাঠের অন্যতম সদস্য ছিলেন এনগোলো কন্তে। তবে চোটের কারণে খেলতে পারেননি ২০২২ কাতার বিশ্বকাপে। জাতীয় দলের হয়ে কন্তের সবশেষ ম্যাচটি ছিল ২০২২ সালের জুনে। এর পর থেকেই জাতীয় দলের জার্সিতে আর দেখা মেলেনি কন্তের। গত গ্রীষ্মে চেলসি ছেড়ে এখন সৌদি ক্লাব আল ইত্তিহাদের হয়ে খেলছেন তিনি। দুই বছর পর এবার সরাসরি ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়েই জাতীয় দলে ফিরছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার।
আগামী ১৫ জুন জার্মানিতে শুরু হতে যাচ্ছে ইউরোর এবারের আসর। তার প্রায় মাসখানেক আগে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলে সবচেয়ে বড় চমক কন্তেই। দেশমের মতে, কন্তের অভিজ্ঞতা ফ্রান্সকে বেশ এগিয়ে রাখবে। এদিকে ইউরোর এবারের আসরে প্রত্যেক দল সর্বোচ্চ ২৬ সদস্যের দল সাজাতে পারবে। এতে দলে আরও একজনকে ভেড়ানোর সুযোগ থাকছে ১৯৮৪ ও ২০০০ আসরের চ্যাম্পিয়নদের।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেও কন্তেকে নিয়ে বেশ আশাবাদী দেশম। ফ্রেঞ্চ টিভি চ্যানেল টিএফ১ কে দেওয়া এক সাক্ষাৎকারে কন্তেকে নিয়ে তিনি বলেন, ‘যদিও ইউরোপীয় লিগে নয়, সৌদি আরবে, তবু সে পুরো একটা মৌসুম খেলে এসেছে। সে পুরোপুরি ফিট। আর তার যা অভিজ্ঞতা, তাতে আমি নিশ্চিত ফ্রান্স দল তাকে নিয়ে বেশ শক্তিশালীই হয়ে উঠবে।’
সবশেষ বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ফ্রান্স বরাবরই হট ফেভারেট। ২০১৬ ইউরো রানার্স-আপ, ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপেও ফাইনাল খেলেছে ফ্রান্স। তবে ইউরোর আগের আসরে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকেই। এবার সেই ব্যর্থতা ছাপিয়ে আরও একটি শিরোপার লড়াইয়েই নামবে দিদিয়ের দেশমের দল।
এদিকে ফ্রান্সের এই দলে জায়গা মিলেছে ১৭ বছর বয়সী ওয়ারেন জাইরে-এমেরির। যিনি কিনা এখনো পার করেননি স্কুলের গণ্ডিই। এবং সামনে তার স্কুলের বার্ষিক পরীক্ষা। এতে স্কুলের অনুমতি নিয়েই ইউরো খেলতে যাবেন পিএসজির এই তরুণ ফরোয়ার্ড।
ইউরোর আসন্ন এই আসরে শক্তিশালী গ্রুপ ডি তে আছে ফান্স। গ্রুপটির বাকি তিন দল নেদারল্যান্ডস, পোল্যান্ড ও অস্ট্রিয়া। আগামী ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লস ব্লুজদের ইউরো যাত্রা।
২০২৪ ইউরোর ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: আলফন্সে আরেওলা, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা.
ডিফেন্ডার: জোনাথন ক্লস, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, থিও এর্নান্দেজ, ফেরলান্দ মেন্দি, বেঞ্জামিন পাভার্দ, দায়ত উপামেকানো।
মিডফিল্ডার: এনগোলো কন্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন রাবিও, আঁতোয়ান গ্রিজমান, অরেলিয়াঁ চুয়ামেনি, ওয়ারেন জাইরে এমেরি, ইউসুফা ফোফানা
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিংসলে কোমান, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি, অলিভিয়ের জিরু