বিনোদন ডেস্ক
দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ বারিশা হক। অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। সামাজিক মাধ্যমে রয়েছে তার লক্ষ অনুসারী; তবে নেটিজেনদের অনেকের কাছে তিনি ‘ছিঁচকাঁদুনে’ হিসেবেও পরিচিত।
অনেক আগের কথা। এক টেলিভিশন টকশোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতিমা তনির সঙ্গে অংশ নেন বারিশা হক। কিন্তু টকশো-এর একপর্যায়ে তর্কযুদ্ধে জড়িয়ে যান দুইজনেই। সেখানে নাকি অনেক কান্নাকাটিও করেন বারিশা- দাবি করেছিলেন তনি।
আবার সামাজিক মাধ্যমে ভার্চুয়াল দ্বন্দ্বেও জড়িয়েছিলেন তারা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো এক প্রসঙ্গে তনির ওপর ক্ষেপে কথা বলতে বলতে রীতিমতো কান্না করেন বারিশা। আর সেই ভিডিও নিয়ে নেটিজেনরাও তাকে কটাক্ষ করতে ছাড়েনি। অধিকাংশে মন্তব্য ছিল এমন- ‘কান্না করে মার্কেট পাওয়া যাবে না।’ আবার কারও স্পষ্ট মন্তব্য, সিম্প্যাথি পাওয়ার জন্য কান্না করেন বারিশা হক।
এ নিয়ে একবার সামাজিক মাধ্যমে এসে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন বারিশা। লাইভে এসে বলেছিলেন, তার কান্না নিয়ে যারা ট্রল করেছিলেন, তাদেরকেও কান্না করতে হবে। বলেছিলেন, ‘ইন্টারভিউতে আমার অতীতের কথা নিয়ে আমি আবেগী হয়ে গেছি। ওইটা নিয়ে কিছু মানুষ ট্রল করেছে, কিছু মানুষ ছোট করেছে। অনেকে এতটাই কষ্ট দিয়েছে, যেটার আমি প্রাপ্য না। কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ফেরত পেয়ে যায়- এটাকে বলে কারমা।’
কিন্তু কেন এভাবে কান্না করেন বারিশা হক, তার ব্যাখ্যা দিলেন তারকা। সদ্য এক গণমাধ্যমে বারিশা হক বলেন, ‘আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্প্যাথি নেওয়ার জন্য- আসলে বিষয়টা এরকম না। আমি ছোট থেকেই কোমল হৃদয়ের একজন মানুষ। ইমোশনাল তো বটেই, কিন্তু এখন যেটা হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউর হয়েছি। থাকে না? কিছু কিছু কথা মনে দাগ কেটে যায়। তখন নিজের ইমোশনকে কন্ট্রোল করা যায় না।’