কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামল বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
সামনে রানের পাহাড়। প্রতিপক্ষে আছে অশ্বিন-জাদেজার মত ভয়ঙ্কর স্পিনার। দ্বিতীয় দিনটি বিনা উইকেটে শেষ করতে পারেনি বাংলাদেশ। সৌম্যকে যেভাবে প্রযুক্তির সাহায্যে আউট ঘোষণা করা হলো তা সৌম্যর জন্য দুর্ভাগ্যই বলতে হবে। ১ উইকেটে ৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা তামিম-মমিনুলরা আজ মাঠে নামছে। ভারতের ৬৮৭ রানের জবাবে ম্যাচটি অন্তত বাঁচাতে হলে দুই দিন ব্যাট করতে হবে টাইগারদের।

হায়দরাবাদ টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান ভারতের তিন ব্যাটসম্যান। এর মধ্যে কোহলি করেন ডাবল সেঞ্চুরি। বাকী দুজন হলেন মুরালি বিজয় এবং ঋদ্ধিমান সাহা। তাদের এই বড় স্কোরগুলোর পেছনে বাংলাদেশি ফিল্ডারদের অবদান যথেষ্ট। ক্রিকেটে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ঠিক সেভাবেই ব্যাট হাতেও সঠিক শট সিলেকশন, ভালো বলকে সমীহ করতে হবে। যা অধিকাংশ বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে অনুপস্থিত।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাঙ্গোলার স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৭
পরবর্তী নিবন্ধশুরুতেই রানআউট হয়ে সাজঘরে তামিম