কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের শীত বস্ত্র বিতরণ

এম. সাইফুল মিজান, কচুয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
টানা কয়েকদিনের কনকনে শীতে সাধারণ মানুষ যখন প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে, সেই মুহুত্বে শীতের রাতে কম্বল বিতরণ করে সাধারন মানুষের অন্তরে স্থান করে নিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। বৃহস্পতিবার রাতে কনকনে শীত উপেক্ষা করে কয়েক ঘন্টা উপজেলার কোয়া গ্রামের ছিন্নমূল, হতদরিদ্র ও ভাসমান মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল পরিয়ে প্রায় ১০০ শীতার্ত পরিবারের পাশে দাড়ালেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রুমন দে, নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আসহান হাবিব, কচুয়া প্রেসক্লাবের সদস্য আবু সায়েম মৃধা, মেহেদী হাসান সাকিব প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধবাইরের মাদকে আক্রান্ত হচ্ছে শহর থেকে গ্রাম : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধকচুয়ায় প্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে মানব বন্ধন