কচুয়া উপজেলা চেয়ারম্যানের প্রচেষ্টায় রক্ষা পেল শত শত হেক্টর ফসলি জমি!

এম. সাইফুল মিজান, কচুয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের প্রচেষ্টায় রক্ষা পেল শত শত হেক্টর ফসলী জমি। কচুয়ায় গত কয়েকদিনে টানা অতি বৃষ্টিতে প্লাবিত হয়েছে হাজার হাজার হেক্টর জমির ইরি ধানের ফসল। যা পানির নিচে থাকায় পঁচতে শুরু করেছে। চোখের সামনে ফসল নষ্ট হতে দেখে কৃষক পরিবারের হাহাকার দেখা দিয়েছে। অনেকে দাদন নিয়ে চাষাবাদ করলেও সে টাকা পরিশোধ নিয়ে তারা দিশে হারা হয়ে পড়েছেন। এ দৃশ্য দেখে ঘরে বসে থাকতে পারলেন না দরদী উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। তিনি গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক শ্রমিক নিয়ে ঘাগড়া, বাঁছাইয়া, মেঘদাইর হয়ে প্রায় ১২ কিলোমিটার সুন্দরি খালের কচুরিপানা, ময়লা আবর্জনা পরিষ্কার করেন। যার ফলে শত শত হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হওয়ার আশংকা থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয় কৃষকরা দাবী করছে।
এসময় কচুয়া দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, ইউপি সদস্য মনির হোসেন, শাহজাহান, মনু ও রাসেল মুন্সিসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ শতশত লোকজন পানি চলাচলের জন্য কোদাল দিয়ে মাটি কেটে খালটি উন্মুক্ত করেন। মাঠের ফসলের কৃষক-কৃষাণীরা এমন কৃষি বান্ধব, দরদী উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের মঙ্গল কামনা করে সুবল রানী সরকার নামের এক কৃষানী বলেন, আমি ৬৬ শতক জমিতে ইরি ধান রোপন করি। আমার স্বামী প্যারালাইস হয়ে ঘরে অসুস্থ্য অবস্থায় ঘরে পরে আছে। আপনি মানুষ নন ভগবান। আপনার এ উদ্যোগে আমাদের ফসলি জমি ডুবার হাত হতে রক্ষা পেল। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আসুন কচুয়াবাসী সবাই মিলে শাহজাহান শিশিরের মতো উদ্যেগ নিয়ে কচুয়ার বাকী অপরিচ্ছন্ন খালগুলো উন্মুক্ত করে অসহায় কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়াই।

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জ পৌর যুবদলের সভাপতি গ্রেফতার
পরবর্তী নিবন্ধপর্যায়ক্রমে সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয় করণ করা হবে: ড. মহীউদ্দীন