কঙ্গোতে শান্তিরক্ষী বাহিনীর ১৪ সদস্য নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

ডেমোক্রেট রিপাবলিক অব কঙ্গোতে একটি হামলার ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৪ সদস্য এবং দেশটির বিমান বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে। জাতিসংঘের তরফ থেকে এই হামলাকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক হামলা বলে উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরা।

জাতিসংঘ বলছে, বৃহস্পতিবার রাতে উত্তরাঞ্চলীয় কিভো এলাকায় চালানো ওই হামলায় শান্তিরক্ষী বাহিনীর কমপক্ষে ৫৩ সদস্য আহত হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর এভাবে হামলা চালানো গ্রহণযোগ্য নয় এবং একই সঙ্গে এটা যুদ্ধাপরাধ।

তিনি আরো বলেন, আমি কঙ্গোর কর্তৃপক্ষকে অতি দ্রুত এই হামলার তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবী জানাচ্ছি। এ ধরনের হামলায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেয়া উচিত নয় সেটা এখানেও না বা কোথাও না।

উত্তরাঞ্চলীয় কিভোর বেনি ঘাঁটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় এডিএফের বিদ্রোহীরা এর আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ছিলেন তানজানিয়ার।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির স্থায়ী কমিটির বৈঠক রোববার
পরবর্তী নিবন্ধনিম্নচাপের প্রভাবে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি