কক্সবাজারে বাস- লেগুনা সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

কক্সবাজারে চকরিয়া উপজেলায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বড়ইতলীর নতুন রাস্তারমাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বানিয়াছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নুর আলম জানান, সকালে যাত্রী নিয়ে লেগুনাটি (ছাড়পোকা) চকরিয়া থেকে লোহাগাড়া যাচ্ছিল। পথে বড়ইতলীর নতুন রাস্তারমাথা নামক এলাকায় কক্সবাজারমুখী স্টারলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই লেগুনাচালকসহ তিন যাত্রী নিহত এবং আহত হয় কমপক্ষে ১১ জন। আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতলে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহী ও নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
পরবর্তী নিবন্ধজামিন মেলেনি আলোকচিত্রী শহিদুল আলমের