জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসেগলু।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বিশেষ বিমানে করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তারা। তাদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা আর শরণার্থীদের সঙ্গে দেখা করতে রাতে ঢাকা পৌঁছেন তুরস্কের ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিকালে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তুর্কি ফার্স্টলেডির। বৈঠক শেষে আজই দেশে ফিরবেন এমিনে এরদোগান ও তার সফরসঙ্গীরা।