পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত শনিবার রাতে যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে প্রায় এক সপ্তাহ পর ওয়েস্ট ইন্ডিজ গেলেন সাকিব।
সিপিএলে জ্যামাইকা তলাওয়াসের হয়ে খেলবেন সাকিব। ১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলার অনুমতি পেয়েছেন। এরপর অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে অংশ নিতে ঢাকার বিমান ধরবেন এ অলরাউন্ডার।
এদিকে সিপিএলে অভিষেকের অপেক্ষায় আছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বলিউড কিং শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন মিরাজ। ত্রিনবাগোর হয়ে পাঁচ ম্যাচ খেলার কথা মিরাজের।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সিপিএলের পর্দা উঠবে। প্রথম ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে খেলবে মিরাজের দল ত্রিনবাগো।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।