স্পোর্টস ডেস্ক : তিন সংস্করণের সিরিজ খেলতে ভাগে ভাগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ধাপে ক্যারিবিয়ান দ্বীপে উড়াল দেওয়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তিন ফরম্যাটেই জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন।
সোমবার (৬ জুন) বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদম্যাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশ দলের এই বহরের বিমান ঢাকা ছাড়বে। একই ফ্লাইটে যাবেন তামিম ইকবাল, ইয়াসির আলী রাব্বী ও কোচিং স্টাফের চারজন।
কোন ফরম্যাটে বাংলাদেশ সিরিজ জিততে পারবে বাংলাদেশ এই প্রশ্নে মিরাজ বলেন, ‘আমরা ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট তিনটিতেই আশা করি ভালো ক্রিকেট খেলবো। টেস্টে হয়তো সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারবো। এটা আমাদের বিশ্বাস আছে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্টে বাংলাদেশের অবস্থা খুবই করুণ। সেটি জানেন মিরাজও। তবে তিনি মনে করেন না যে, বাংলাদেশ পারে না। নিউ জিল্যান্ডে জয়ের উদাহরণ দিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘দেখেন আমরা নিউ জিল্যান্ডে ম্যাচ জিতেছি, নিউ জিল্যান্ডের কন্ডিশনে গিয়ে। কিন্তু আমরাতো এরকম না যে আমরা পারি না। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।’
বাংলাদেশ সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে ২০১৮-১৯ সালে। ওইবার টেস্টে হোয়াইটওয়াশড হলেও বাকি দুই ফরম্যাটে বাংলাদেশ সিরিজ জেতে। সে প্রসঙ্গও টেনেছেন মিরাজ, ‘আমরা যখন সবশেষ ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলাম। ওই অভিজ্ঞতা মজার ছিল। যেহেতু চার বছর পর যাচ্ছি, অবশ্যই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো সবাই।’
এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৮টি টেস্ট খেলে বাংলাদেশ ৫টিতে হারে, ২টিতে জেতে আর ১টিতে ড্র করে। ২০০৯ সালে প্রথমবারের মতো ২-০ ব্যবধানে সিরিজ জেতে তারা। এছাড়া আর কোনো জয় নেই। ১৩ ওয়ানডে খেলে জয় ৮টিতে আর ৭ টি-টোয়েন্টি খেলে জয় ৩টি। তার মধ্যে ২০১৮-১৯ সালে টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটে সিরিজ জয় রটেছে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবশেষ সিরিজে দুই অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ খেলছিল। টেস্ট ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান এবং ওয়ানডেতে ছিলেন মাশরাফি মুর্তজা। এবার বাংলাদেশ খেলবে তিন অধিনায়কের নেতৃত্বে। টেস্টে অধিনায়ক সাকিবের তৃতীয় অধ্যায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজে।
সাকিবের অধিনায়ক হয়ে ফেরা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এর আগে যখন টেস্ট ওয়েস্ট ইন্ডিজে খেলেছি, তখন সাকিব ভাই ক্যাপ্টেন ছিলেন। এবারও তিনি ক্যাপ্টেন। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবো। যে ক্রিকেটাররা আছে, তারা যেন ইনজুরিমুক্ত থেকে ভালো ক্রিকেট খেলতে পারে।’