ওয়াসিম আকরামের পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই হাফিজ

পপুলার২৪নিউজ ডেস্ক :

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসর। এখন চূড়ান্ত দল বাছাইয়ের কাজ সারছে অংশ নিতে যাওয়া দেশগুলো।

এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে কেবল নিউজিল্যান্ড। ভারত জানিয়েছে সম্ভাব্য সময়। সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ফেলেছে পাকিস্তান। ইতিমধ্যে প্রাথমিকভাবে ২৩ ক্রিকেটারকে ডেকেছে পিসিবি। সব মিলিয়ে আনপ্রেডিক্টেবল দলটির চূড়ান্ত স্কোয়াড কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তান দল দিলেন ১৯৯২ বিশ্বকাপজয়ী সদস্য ওয়াসিম আকরাম।

২৩ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না উমর আকমল। তবে ইংল্যান্ডে হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা মাথায় রেখে তাকে স্কোয়াডে রেখেছেন তিনি। ওয়ানডেতে উইকেটের সন্ধানে থাকা মোহাম্মদ আমিরকেও বেছে নিয়েছেন সুইং অব সুলতান। রেখেছেন পিএসএলে গতি দিয়ে চমকে দেয়া মোহাম্মদ হাসনাইনকে। তবে ইনজুরিতে ভুগতে থাকা মোহাম্মদ হাফিজকে বিবেচনা করেননি তিনি। যদিও বিশ্বকাপের আগেই ফিট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে মিস্টার প্রফেসরের।

ওয়াসিম আকরামের পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড

ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলি, উমর আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন ও হাসান আলি।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত
পরবর্তী নিবন্ধপঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন নেতানিয়াহু