ওয়ালি উল্লাহ সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মোঃ ওয়ালি উল্লাহ দেশের বৃহত্তম রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এর ফরিদপুর, রাজশাহী, বরিশাল ও রংপুর এর সার্কেল প্রধান (জেনারেল ম্যানেজার) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এরপূর্বে তিনি ব্যাংকের চীফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন । মোঃ ওয়ালি উল্লাহ দীর্ঘ ৫ বছর অগ্রণী রেমিট্যান্স হাউস মালয়েশিয়ার প্রধান নির্বাহী ও পরিচালক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। মালয়েশিয়া থেকে রেকর্ড পরিমান রেমিট্যান্স প্রেরন ও নতুন শাখা খোলায় ব্যাংকের পরিচালনা পর্ষদ কতৃক প্রশংসাপত্র প্রাপ্ত হন । সুদীর্ঘ ৩১ বছরের চাকুরী জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার, অঞ্চল প্রধান হিসেবে ছিলেন । এছাড়া তিনি দীর্ঘ পাচ বছরেরও অধিক সময় অগ্রণী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউিটের একজন দক্ষ অনুষদ সদস্য ছিলেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এমবিএ ডিগ্রী সম্পন্ন করেন । মোঃ ওয়ালি উল্লাহ ১৯৮৮ সালে অগ্রনী ব্যাংক লিমিটেড এ সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি চাকরি জীবনে বিভিন্ন দেশে ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ, সেমিনার-এ অংশগ্রহন করেন। তিনি ১৯৬২ সালে ভোলা জেলার দৌলতখান উপজেলার অর্šÍগত চরপদ্মা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড কুমিরা সোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
পরবর্তী নিবন্ধসাউথ বাংলা ব্যাংকের ৯৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত