পপুলার২৪নিউজ ডেস্ক:
মনে হচ্ছে হেসে খেলেই জয়ের পথে যাচ্ছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার তার মারকুটে ব্যাটিংয়ে নিজের সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি দলকে নিয়ে যাচ্ছেন জয়ের বন্দরে। তার যোগ্য সঙ্গী হয়ে রয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ।
তবে তৃতীয়দিনে ২৮ রানের ভেতরে যখন অজিরা দুই উইকেট হারিয়ে ফেলে তখন স্মিথ ও ওয়ার্নারকে ফেরানোর দুটি সুযোগ মিস না করলে দৃশ্যপটটা অন্যরকম হতে পারতো।
ম্যাচ জয়ের ভিত পেয়ে যেতে পারতো বাংলাদেশ। ওয়ার্নার ১৪ ও স্মিথ ব্যক্তিগত ৩ রানের মাথায় আউটের হাত থেকে বেঁচে যান।
সাকিব আল হাসানের বলে কাট করতে গিয়ে ওয়ার্নার স্লিপে ক্যাচ দিলেও মিস করেন বলের লাইন থেকে সরে যাওয়া সৌম্য সরকার।
স্ট্যাম্পিংয়ে থার্ড আম্পায়ার রিপ্লেতে অল্পের জন্য রক্ষা পাওয়া স্মিথ আবারো ভাগ্যের সহায়তা পান।
আর মেহেদি হাসান মিরাজের বল তার ব্যাটে লেগে শর্ট লেগে দাঁড়ানো সাব্বির রহমানের তালুতে গিয়ে পড়ে। কিন্তু অহেতুক লাফিয়ে ওঠায় ক্যাচবন্দি করতে পারেননি।
৩৯ ওভার শেষে অজিদের সংগ্রহ ২ উইকেটে ১৪৬ রান। ওয়ার্নার ১০৪ ও স্মিথ ২৯ রানে ক্রিজে রয়েছেন।
এদিকে জয়ের জন্য টাইগারদের দরকার ৮টি উইকেট।
এর আগে টাইগাররা তাদের দ্বিতীয় ইনিংস ২২১ রানে শেষ করে, আগের ৪৩ রানের লিডসহ অজিদের সামনে দাঁড়ায় ২৬৫ রানের টার্গেট। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য রান করেছেন তামিম ইকবাল ৭৮, মুশফিক ৪১।
অস্ট্রেলিয়ার হয়ে ন্যাথান লিওন ৬ উইকেট দখল করেন।