পপুলার২৪নিউজ ডেস্ক:
নব্বইয়ের ঘরে গিয়ে কোনো ব্যাটসম্যান যদি আউট হয়ে যায়, আর তখকন রানটা যদি ঠিক ৯৯ হয় তখন নিজের মাথায় ব্যাট দিয়ে বাড়ি দিতেই ইচ্ছে করে। এর চেয়ে আফসোসের কিছুই হতে পারে না।
অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এ যাত্রায় এমন দুর্ভাগ্যের শিকার হলেন না। নো বলের কল্যাণে ৯৯ রানে জীবন পেয়ে বক্সিং-ডে টেস্টের প্রথম দিন সেঞ্চুরি হাঁকালেন তি
অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে ওয়ার্নারের ১০৩ ও অধিনায়ক স্টিভেন স্মিথের অপরাজিত ৬৫ রানের সৌজন্যে ইংলিশদের বিপক্ষে ৮৯ ওভারে ৩ উইকেটে ২৪৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচ জিতে অ্যাশেজ সিরিজ আগেই নিশ্চিত করেছে রেখেছে স্টিভেন স্মিথের দল।
মেলবোর্নে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারে ব্যাটে উড়ন্ত সূচনা করে অজিরা। সঙ্গী ক্যামেরন বেনক্রফটকে নিয়ে ইংল্যান্ডের বোলারদের শাসন করেছেন ওয়ার্নার। টেস্ট ম্যাচ হলেও ইনিংসের ২৮তম ওভারের তৃতীয় বলেই ১০০ রান পার করে অজিরা। স্বাগতিকদের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ১২২ রানে। ২৬ রানে থাকা বেনক্রফটকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন ডানহাতি পেসার ক্রিস ওকস।
বেনক্রফট ফিরলেও টেস্ট ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরির পথেই হাটছিলেন ওয়ার্নার। কিন্তু ৪১তম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৯৯ রানে অভিষিক্ত ইংলিশ পেসার টম কারানের বলে আউট হয়ে যান তিনি! দুঃখী মনে যখন প্যাভিলিয়নের পথে হাঁটা দিয়েছেন ওয়ার্নার, তখনই তাকে থামিয়ে দেন দুই অনফিল্ড আম্পায়ার। টিভি ফুটেজে দেখা যায় বলটি নো বল ছিল।
বেচারা কারানের অভিষেক ম্যাচে উইকেটটি পাওয়া হল না। ৯৯ রানে জীবন পেয়ে তার পরের ডেলিভারিতেই লেগ সাইডে ফ্লিক করে ১ রান নিয়ে তিন অংকে পৌঁছে গেলেন ওয়ার্নার। ম্যাজিক ফিগার পৌঁছতে সময় নিয়েছেন মাত্র ১৩০ বল। ওয়ার্নারের কাছে সম্ভবত টেস্ট-ওয়ানডে আর টি-টোয়েন্টি একই অর্থ বহন করে। এদিন ১৫১ বলে ১৩ চার এবং ১ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন অজি সহ অধিনায়ক।
দলীয় ১৩৫ রানে ওয়ার্নারের বিদায়ের পর দলের হাল ধরেন উসমান খাজা ও অধিনায়ক স্মিথ। জুটিতে খুব বেশি রান তুলতে পারেননি তারা। খাজাকে ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ইংল্যান্ডকে তৃতীয় সাফল্য এনে দেন স্টুয়ার্ট ব্রড। খাজার বিদায়ের পর দিনের বাকী সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেন অধিনায়ক স্টিভেন স্মিথ এবং শন মার্শ। টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরি তুলে ৬৫ রানে অপরাজিত থাকেন স্মিথ। অন্যপ্রান্তে ৩১ রানে অপরাজিত আছেন মার্শ।