ওয়ার্নারকে ফিরে পাওয়া সৌভাগ্যের ব্যাপার: ওয়াটসন

পপুলার২৪নিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন মনে করেন, ডেভিড ওয়ার্নারকে দলে ফিরে পাওয়া অস্ট্রেলিয়ার জন্য সৌভাগ্যের ব্যাপার।

গেল সোমবার মুখোমুখি হয়ে ওয়াটসনের চেন্নাই সুপার কিংস ও ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে দুজনেরই ব্যাট থেকে রান এসেছে। ওয়ার্নার করেন ৫৭ রান। ওয়াটসন খেলেন ৯৬ রানের ম্যাচজয়ী ইনিংস।

সার্বিকভাবে এবারের আইপিএলে সফল ওয়ার্নার। এই মৌসুমে ১০ ম্যাচে তিনি করেছেন ৫৭৪ রান। ওয়াটসনের ভাষায়, অস্ট্রেলিয়ার সৌভাগ্য ওয়ার্নারকে আবারও দলে ফিরে পেয়েছে। কারণ সে ম্যাচজয়ী ক্রিকেটার এবং বিশ্বমানের ব্যাটসম্যান। তার সামর্থ্য আছে। প্রায় সব আইপিএলেই যথেষ্ট রান করেছে ও। গেল চার-পাঁচ বছরে আমি এমন কোনো টুর্নামেন্ট দেখিনি, যেখানে সে রান পায়নি।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপ। আর ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে অস্ট্রেলিয়া। নেপথ্য নায়ক হতে পারেন ওয়ার্নার।

পূর্ববর্তী নিবন্ধসেই একই কারণে শচীন-লক্ষণকে কারণ দর্শানো নোটিশ
পরবর্তী নিবন্ধসবার কাছে দোয়া চাইলেন মাশরাফি