‘ওয়ার্ক ফ্রম হোম-ভার্চুয়াল সলিউশন’-সফটওয়্যার উদ্বোধন করল পদ্মা ব্যাংক

পপুলার২৪নিউজ ডেস্ক:

করোনা মহামারিতে সামাজিক দুরত্ব এবং শাখাগুলোয় নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্য নিয়ে পদ্মা ব্যাংক তাদের ৩০০ কর্মকর্তাকে বাসায় বসে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে। ব্যাংকের আইসিটি বিভাগ একটি অত্যাধুনিক ও নিরাপদ সফটওয়্যার তৈরি করেছে, যা দিয়ে ঘরে বসেই কর্মকর্তারা গ্রাহকদের একাউন্ট খোলা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং চেক, আর.টি.জি.এস, বিএফটিএন প্রসেস ছাড়াও নানাবিধ ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন।

২১ জুন রোববার পদ্মা ব্যাংক-এর গুলশানস্থ হেড অফিসে সফটওয়্যারটি উদ্বোধন করেন পদ্মা ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন ও বিজনেস হেড জাবেদ আমিন।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুর লাশ তিন খণ্ড করার রোমহর্ষক বর্ণনা দিলো রূপম
পরবর্তী নিবন্ধবৃত্তি কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে : শিক্ষামন্ত্রী