ওয়ানডের ব্যাটিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক

স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেছে মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স। তবে এমন হতাশার মধ্যেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে সুখবর পেয়েছেন দেশের অন্যতম সেরা এ ক্রিকেটার।

ওয়ানডের ব্যাটিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মুশি।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি তিন ম্যাচে ৭৯ গড়ে ২৩৭ রান করেন এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার সেটিরই পুরস্কার পেলেন তিনি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ওয়ানডে ফরম্যাটে ব্যাটার ও বোলারদের র‍্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আগে থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সবার শীর্ষেই ছিলেন মুশফিক।

আপডেট করা র‌্যাংকিংয়ের আগে মুশফিকের অবস্থান ছিল ১৪তম। এবার তিন ধাপ এগিয়ে ১১তম পজিশনে উঠে এসেছেন তিনি। তার রেটিং ৭২৩।

এদিকে ৮৭৩ রেটিং নিয়ে সবার শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের পরের অবস্থান বিরাট কোহলির। তার রেটিং ৮১১। পাশাপাশি ৭৯১ রেটিং নিয়ে তৃতীয় পজিশনে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার রোহিত শর্মা। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন কুইন্টন ডি কক এবং অ্যারন ফিঞ্চ।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যৎ নিয়ে এখনো কোন কিছু চিন্তা করিনি : এমবাপ্পে
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো একসঙ্গে এফ এ সুমন- বলিউড অভিনেতা গোবিন্দ