ওয়ানডেতে আবারও বিশ্বসেরা হলেন সাকিব

পপুলার২৪নিউজ ডেস্ক:

6বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের সময়টা খুব ভালো যাচ্ছে না। সেঞ্চুরি কিংবা নিদেনপক্ষে হাফসেঞ্চুরিও আসছে না তার ব্যাট থেকে।

বল হাতেও তেমন সুবিধা করতে পারছেন না তিনি। দল টানা দুই সিরিজ হোয়াইওয়াশ হয়েছে। পারফর্মেন্সের দৈন্যতায় ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষস্থান হারিয়েছিলেন। কিন্তু এই দুঃসময়ে সুখের খবর এলো সাকিব আল হাসানের জন্য।
ওয়ানডে ফরম্যাটে আবারও অলরাউন্ডারদের শীর্ষস্থান দখল করেছেন তিনি। সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের সংগ্রহ ৩৩৫ রেটিং। সবচেয়ে অবাক করে দিয়েছে তৃতীয় স্থানটি। সেই স্থানটি দখল করেছেন টেস্ট স্ট্যাটাস না পাওয়া ক্রিকেটের নবীন শক্তি আফগানিস্তানের মোহাম্মদ নবি! তার রেটিং পয়েন্ট ৩৩২। গত বছর বিপিএলের চতুর্থ আসরেও ব্যাটে-বলে অসামান্য পারফর্মেন্সে দেখিয়েছেন নবি।

তবে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব ২ নম্বরেই আছেন। টেস্টে ৪৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৪০৫ রেটিং পয়েন্ট নিয়ে তার পরেই আছেন সাকিব। আর টি-টোয়েন্টিতে ৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি দখল করেছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের পয়েন্ট ৩৪৬।

 

পূর্ববর্তী নিবন্ধদাঁতের ক্ষয় রোধ করবেন যেভাবে
পরবর্তী নিবন্ধদুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করলেই মিলবে ২ হাজার রুপি