স্পোর্টস ডেস্ক : মাত্র ৩১ বছর বয়সেই বেন স্টোকসের ওয়ানডে অবসর অপ্রত্যাশিত। বিশ্ব ক্রিকেটে এনিয়ে চলছে তুমুল আলোচনা। ব্যস্ত সূচির ধকল সামলাতে না পেরে ইংল্যান্ডের অলরাউন্ডার বিদায় নিয়েছেন। তার এই অকাল অবসর প্রশ্ন তুলেছে অনেকের মনে, আর সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন ফিরে গেছেন এক তিক্ত অতীত অধ্যায়ে।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউদাম্পটনে শেষ ওয়ানডে খেলে ওই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন পিটারসেন। ব্যস্ত সূচির কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। কিন্তু তার এই আচরণকে ‘ধৃষ্টতা’ ধরে নিয়ে টি-টোয়েন্টি থেকেও ছাঁটাই করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দুই পক্ষের মধ্যে চলে কথার লড়াই। এক পর্যায়ে ক্ষমাও চায় বোর্ড ও পিটারসেন।
স্টোকসও ব্যস্ত সূচির ধকল সইতে না পেরে ওয়ানডে থেকে অবসর নিলেন। তারও কি একই পরিণতি হবে কি না দেখার বিষয়। কিন্তু ঠিক একই কারণে পিটারসেনের যে ক্যারিয়ার একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল সেটাই মনে করিয়ে দিলেন টুইট করে, ‘আমি একবার বলেছিলাম এই সূচি ভয়ঙ্কর এবং এটার সঙ্গে মানিয়ে নিতে পারছি না। তাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলাম এবং ইসিবি আমাকে টি-টোয়েন্টি থেকেও নিষিদ্ধ করলো।’