ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

পপুলার২৪নিউজ ডেস্ক

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস- শামস জগলুল হোসেন এ দিন ধার্য করেন।

এদিন সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা। মামলাটি হাইকোর্ট স্থগিত হয়েছে বলে সময়ের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে ৩০ অক্টোবর হাইকোর্টে স্থগিত আদেশ দাখিল করার জন্য নির্দেশ দেন। এদিন আদেশ দাখিল না করা হলে মামলার সাক্ষ্যগ্রহণ চলবে বলে আদেশে বিচারক বলেন।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ জুলাই বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এর আগে ১৭ জুন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ জুন রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

২৭ মে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

গত ১৫ এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রত্যাহার হওয়া) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আদালত তার জবানবন্দি নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৬, ২৯ ও ৩১ ধারায় করা অভিযোগটি পিটিশন মামলা হিসেবে গ্রহণ করেন। পরে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পল্লী বিদ্যুতের ১০ এম.ভি.এ ক্ষমতা সম্পন্ন নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন
পরবর্তী নিবন্ধমঙ্গলবার প্রকাশ হতে পারে মেডিকেল ভর্তির ফল