পপুলার২৪নিউজ প্রতিবেদক:
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ওষুধ শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি এ ব্যাপারে ওষুধ শিল্প মালিকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসন এইচ চৌধুরী স্মৃতি সম্মেলন ২০১৭ এর শেষ অধিবেশনে তিনি এ কথা বলেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখনই বাংলাদেশের কোনো অর্জন হয়, তখনই একটি মহল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওষুধ শিল্পের ক্ষেত্রে তা হচ্ছে।
শেষ অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির।
আজ সারা দিনে সমাপনী অধিবেশন ছাড়াও আরও তিনটি অধিবেশন হয়। এতে ওষুধের নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং ওষুধ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।