স্পোর্টস ডেস্ক : ভালোই লড়াই করছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হঠাৎ করে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়ে ৫ উইকেট তুলে নিলেন মার্ক উড।
আর তাতে ম্যাচ ঘুরে গেল। আর দারুণ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।
এজবাস্টনে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। লাঞ্চের বিরতির পর ৬ ওভারে মাত্র ৯ রান খরচে ৫ উইকেট তুলে নিয়ে আসল কাজটা করেন উড। ২ উইকেটে ৩৩ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজ শেষ পর্যন্ত করতে পারে ১৭৫ রান। যা মাত্র ৭.২ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা।
২০০৫/৬ মৌসুমের পর এই প্রথম টেস্ট সিরিজে (কমপক্ষে তিন ম্যাচের) হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ।
৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৪ বলে ফিফটি হাঁকান ইংলিশ অধিনায়ক স্টোকস। যা টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ও সবমিলিয়ে তৃতীয় দ্রুততম ফিফটি। আঙুলের ইনজুরিতে ছিটকে যাওয়া জ্যাক ক্রলির জায়গায় ওপেনিংয়ে নামা স্টোকস ৫৭ রানে অপরাজিত থাকেন। ইনিংসটি ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো।
এর আগে মিকাইল লুইস ও কাভেম হজের ফিফটিতে ভালোই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। কিন্তু উড এসে সব লণ্ডভণ্ড করে দেন। এই প্রথম এক স্পেলেই ৫ উইকেট পেলেন উড।
স্কোরকার্ড: তৃতীয় দিন, এজবাস্টন টেস্ট
ওয়েস্ট ইন্ডিজে ২৮২ (ব্র্যাথওয়েট ৬১’ অ্যাটকিনসন ৪/৬৭) এবং ১৭৫ (লুইস ৫৭, উড ৫/৪০)
ইংল্যান্ড ৩৭৬ (স্মিথ ৯৫; জোসেফ ৪-১২২) এবং ৮৭/০ (স্টোকস ৫৭*)
ফলাফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।
সিরিজ: ইংল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।