ওবায়দুল কাদের-সালমান এফ রহমানের ‘দুর্নীতির’ অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ‘দুর্নীতি’ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার তাদের বিষয়ে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এ দুইজন ছাড়াও এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এবং সাবেক সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরীসহ আরও সাতজনের ‘দুর্নীতির’ বিষয়েও তদন্ত চালাবে সংস্থাটি।

দুদকের মহাপরিচালক বলেন, ওবায়দুল কাদের ও সালমান রহমানের অনিয়ম ও কারসাজির মাধ্যমে ‘অবৈধ সম্পদ অর্জনের’ বিষয়ে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, একটি প্রকল্পের আওতায় ১৩৭ বাস কেনা নিয়ে কারসাজির অভিযোগে সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরকে। সাবেক মন্ত্রী ও পাঁচবারের এই সংসদ সদস্য বিদেশে চলে গিয়েছেন বলে সম্প্রতি খবরে এসেছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনাসহ দেশজুড়ে কয়েকডজন হত্যা মামলা করা হয়েছে।

অপরদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের বিরুদ্ধেও অনুসন্ধান শুরুর কথা জানিয়েছেন দুদক কর্মকর্তা আক্তার হোসেন।

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়মাচার না মেনে জাল জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের এক হাজার ৯০৭ কোটি টাকা আত্মসাতেরি অভিযোগ থাকার কথা তুলে ধরেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইজতেমা মাঠে সংঘর্ষ : ২৯ জনের নামে হত্যা মামলা
পরবর্তী নিবন্ধগেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ৩ কিশোরের ব্যাংক ডাকাতির চেষ্টা