ওআইসির নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে ইসি

নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খানের সভাপতিত্বে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

বৈঠকে ওআইসির তিন সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাবে সিনেটের অনুমোদন
পরবর্তী নিবন্ধ৫ হাজার প্রতিযোগী পেছনে ফেলে ৫৫ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী