এ স্বীকৃতি বঙ্গবন্ধুর প্রাপ্য:বাণিজ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়াই প্রমাণ করে ‘ওই ভাষণ’ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ। আর তিনি (বঙ্গবন্ধু) শ্রেষ্ঠ নেতা। এ স্বীকৃতি বঙ্গবন্ধুর প্রাপ্য। এটা বাংলাদেশের জন্য বড় অর্জন।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, একটি ভাষণের মাধ্যমেই তিনি একটি জাতিকে মুক্ত করেছেন। একই সঙ্গে পাকিস্তান ভাঙার দায়িত্বও এড়িয়ে গেছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সোমবার (৩০ অক্টোবর) প্যারিসে প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধগাড়িবহরে হামলা নিয়ে অপপ্রচার শুরু করেছে আওয়ামী লীগ: ফখরুল
পরবর্তী নিবন্ধপাকিস্তানে স্বামীকে মারতে গিয়ে পরিবারের ১৩ সদস্যকে খুন!